ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বেগমগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আবুল কাশেম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কন্ট্রাক্টর পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক আবুল কাশেম ব্রাহ্মণবাড়ীয়া জেলার কশবা থানার শ্যামের তলা এলাকার আবদুল মালেকের ছেলে।

চৌমুহনী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু জাহের জানান, সকালে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এসময় কন্ট্রাক্টর পুল এলাকায় বাস থামিয়ে আবুল কাশেম নেমে যান। তার চলাফেরায় সন্দেহ হলে সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় গাঁজাসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে আবুল কাশেমের জড়িত থাকার বিষয়টি জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।