ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাভার (ঢাকা): ঢাকার সাভারে মনি বেগম নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী হারুন মিয়াকে আটক করেছে পুলিশ।



শনিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে সাভারের দেওগাঁও এলাকায় ওই দম্পতির ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে মনি বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

হারুন মিয়া রংপুর জেলার পীরগাছা থানার দিলাপড়া গ্রামের বাসিন্দা। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে এ দম্পতি দেওগাঁওয়ে সৌদি প্রবাসী কামাল হোসেনের বাড়িতে একটি কক্ষ ভাড়া নেন। সেখান থেকে তারা গরুর দুধ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে থাকেন।

সূত্র আরও জানায়, হারুন মিয়া বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরুর দুধ বিক্রি করার এক পর্যায়ে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। মনি বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে শুক্রবার সকালে দু’জনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। তারপরই ভোরে নিজের কক্ষ থেকে মনি বেগমের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মনির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।