ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় হামলা-ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বরগুনায় হামলা-ছিনতাইয়ের ঘটনায় আটক ১ ছবি : প্রতীকী

বরগুনা: বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন (২৩) নামে একজনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় বরগুনা পৌর শহরের আমতলাপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।



বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলাপাড় এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করা হয়। এঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নয়ন দাস একজন চিহ্নিত সন্ত্রাসী। তবে, এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ এলে আইনগত পদপেক্ষ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।