ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ব্যবসায়ীকে মারপিট, কনস্টেবল প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বরিশালে ব্যবসায়ীকে মারপিট, কনস্টেবল প্রত্যাহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল জেলার আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী বাদলকে(৪৫) মারপিটের ঘটনায় কনস্টেবল মোকলেচুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার   করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাদলকে মারপিট করা হয়।

আর বিকেলে কনস্টেবল(পুলিশের গাড়ি চালক) মোকলেচুরকে প্রত্যাহার করা হয়।
সন্ধ্যায় প্রত্যাহারের এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এস.এম আক্তারুজ্জামান।

আহত গৈলা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা ও ব্যবসায়ী মো. বাদল বাংলানিউজকে  জানান, দুপুরে তিনি স্থানীয় কাঠালবাড়ি এলাকার একটি দোকানে
বসেছিলেন। ওইপথ দিয়ে আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম থানার পিকআপ নিয়ে সেরাল যাচ্ছিলেন।

এসময় সড়কের পাশে রাখা কাটা গাছে পিকআপ চলতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার অভিযোগে ওসি গাছের মালিককে খুঁজতে থাকেন। বাদল সড়কের পাশে রাখা গাছের মালিক দাবি করলে ওসি মনিরুল ইসলাম তাকে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে এলাকাবাসী বাদলকে নিয়ে অভিযোগ দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে যান। ওই বাড়িতে ঢোকার সময় পুলিশের গাড়ি চালক কনস্টেবল মোকলেচুর রহমান বাদলের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়রা বাদলকে উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
 পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।