ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
ফেনীতে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে অসহায় দুস্থ ও পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল’র ফেনী শাখা।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



সংগঠনের সভাপতি আলাউদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী নুরুল আফসার রামীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ আবু নসর ভূঞাঁ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সফিকুর রহমান, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান আবদুল জলিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকতার হোসেন প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম, মহিলা সহ-সভাপতি সুলতানা মজুমদার পলি, মহিলা প্রচার সম্পাদক সানজিদা শাওন, বলেনটিয়ার রিপ্রেজেনটেটিভ কাজী তানভীর ফারুকী, অর্থ সম্পাদক আবুল হাসনাত, তথ্য উপদেষ্ঠা আবদুল গণি রবিন, সহ সম্পাদক খায়রুল আমিন কায়েস ও আলোকচিত্রী হারুন প্রমুখ।

সংগঠনটি সাধারণত পথশিশুদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে কাজ করে থাকে। পথ শিশুদের নিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে স্কুল প্রতিষ্টার স্বপ্ন দেখে সংগঠনটি। এছাড়া দুস্থ আত্মমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রমেও অংশ গ্রহণ করে তারা।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।