ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তফার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তফার মৃত্যু

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় আহত গোলাম মোস্তফা মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে মোস্তফা মারা গেলে বিকেলে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।



পরে রাতে তার গ্রামের বাড়ি তিওরকুড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে রাজশাহীর তাহেরপুর হাট থেকে গরু নিয়ে ভুটভুটিতে করে দুর্গাপুরে ফিরছিলেন মোস্তফা। পথে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর ঝুপদুয়ারে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে চালক লাফিয়ে নেমে পালিয়ে যায়।

পরে ভুটভুটি উল্টে গেলে গোলাম মোস্তাফাসহ ছয় গরু ব্যবসায়ী আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোস্তোফাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসএস/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।