ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা হায়দার আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
মুক্তিযোদ্ধা হায়দার আলী রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর মুক্তিযোদ্ধা হায়দার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  
 
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


 
এর আগে, আসরের নামাজের পর পূর্ব ছাতনাই উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
 
এছাড়া, সৈয়দপুর সেনানিবাসের অপর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে, সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
 
জানাজার আগে বক্তব্য রাখেন- ইউএনও রেজাউল করিম, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, মুক্তিযোদ্ধা ইমান আলী, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক দুলাল হোসেন।
 
বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে  টাঙ্গাইলে হৃদরোগে আক্রান্ত হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।  
 
হায়দার আলী সেনাবাহিনীর হাবিলদার পদে চাকরি করে করে অবসর নেন। তিনি পূর্ব ছাতনাই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।