ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় মুক্তিযোদ্ধাদের নামে ৩ সড়ক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
চান্দিনায় মুক্তিযোদ্ধাদের নামে ৩ সড়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় তিনটি আঞ্চলিক সড়ক পাকাকরণ শেষে তিন মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সড়ক তিনটির উদ্বোধন করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ।



সড়ক তিনটির মধ্যে শব্দলপুর মোল্লা বাড়ির সড়ক মুক্তিযোদ্ধা আব্দুল বারেকের নামে, কৃষ্ণপুর থেকে তীরচর সড়ক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব স্বর্ণকারের নামে ও শব্দলপুর প্রাথমিক বিদ্যালয় সড়ক মুক্তিযোদ্ধা মহিতুল ইসলামের নামকরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোসেলহ উদ্দিন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মফিজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু, কাজী গোলাম দস্তগীর পাপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম মুন্সি, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান শাহজাহান সিরাজ, শুহিলপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, চান্দিনা পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, আব্দুর রব, আক্তার আহমেদ নাদিম, মিনোয়ারা বেগম, নাসরিন আক্তার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।