ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
বরগুনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

বরগুনা: ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরগুনা চেম্বার অব কমার্সের ডাকা অনির্দিষ্টকালের হরতালের সমর্থনে শহরে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী নেতারা।

শনিবার(১৬ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রইসুল আলম রিপনের নেতৃত্বে বস্ত্র ও গার্মেন্ট ব্যবসায়ীরা এ বিক্ষোভ মিছিল করেন।



মিছিলে উপস্থিত ছিলেন- বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মন্টু মিয়া ও গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা।

রোববারের ডাকা হরতালকে সফল করতে সবশ্রেণির মানুষের প্রতি আহ্বান জানান তারা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।