ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ব্যবসায়ীকে কুপিয়েছে র্দূবৃত্তরা

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
কক্সবাজারে ব্যবসায়ীকে কুপিয়েছে র্দূবৃত্তরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরের বহুল আলোচিত ইলিয়াস সওদাগরকে কুপিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে কলাতলী আর্দশগ্রামে তাকে কুপিয়ে জখম করে।

এসময় আহত হয় আরো ২ জন।

আহতরা হলেন ইলিয়াস সওদাগরের দুই সহযোগী জাহাঙ্গীর ও সৈয়দ প্রকাশ আর্মি সৈয়দ।

ইলিয়াস সওদাগরের স্ত্রী মার্জিয়া বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে মাইক্রোবাস যোগে মুখোশদারী একদল লোক এসে অফিসে বসা অবস্থায় আমার স্বামীকে এলোপাথাড়ি কোপায়। এসময় তার অফিসে থাকা দুইজনও আহত হয়।

চকরিয়ার শাহাবউদ্দিন, কাইয়ুম, আব্দুল আলিম ও কলাতলীর বাবুলের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে অভিযোগ করে তিনি বলেন, হামলার পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চকরিয়ার দিকে চলে যায় ওই মাইক্রোবাসটি। আহত অবস্থায় তাকে দ্রুত সদর হাসপাতালে আনা হয়।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার আব্দুর রহিম বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করণের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
টিটি/এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।