ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন সকালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
না’গঞ্জে র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন সকালে ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাবুরাইলের একটি বাড়িতে শিশুসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে সেখানে যাচ্ছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

রোববার (১৭ জানুয়ারি) সকালে তিনি সেখানে যাবেন বলে শনিবার (১৬ জানুয়ারি) রাতে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) একটি ক্রাইম টিম তদন্তের কাজ শুরু করেছে। সঙ্গে আছে র‍্যাবও।

এদিকে বছর ঘুরে আবারও রক্তাক্ত হলো নারায়ণগঞ্জ। ২০১৪ সালের সবচেয়ে আলোচিত অপরাধ ছিল নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা। সে বছরের ২৭ এপ্রিল জেলা শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর তিনদিন বাদে সাতজনেরই মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

এবার বছরের শুরুতে শনিবার-১৬ জানুয়ারি-২০১৬ রাত পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বাবুরাইল এলাকার একটি বাসার নিচতলা থেকে পাঁচজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হলো। নিহতরা হলেন, তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (০৫), তাসলিমার ভাই মোরশেদুল (২২) ও জা লামিয়া (২৫)। ওই বাসার ঠিকানা- ২নং বাবুরাইল, বাসা নং ১৩১/১১; যুক্তরাষ্ট্র প্রবাসী ইসমাইল হোসেনের বাড়ি। বাড়িটি স্থানীয় খানকাহ শরীফের পাশে। গতবছর (২০১৫ সাল) নভেম্বরে এ বাড়িতে ভাড়া আসেন তারা।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।