ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮ ছবি : প্রতীকী

মেহেরপুর: বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৮ আসামিকে গ্রেফতার করেছে মেহেরপুর পুলিশ।

পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন অভিযানের নেতৃত্ব দেন।



শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশের একাধিক টিম।

আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।