ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বেগমগঞ্জে মাইক্রোবাস চাপায় নিহত ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাংলাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

এতে অটোরিকশার আরো ৩ যাত্রী আহত হন।

নিহতরা হলেন, অটোরিকশার চালক বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের সামছুল আলমের ছেলে মো. হেলাল (২৫) ও যাত্রী কবির আহমদ (৫০)।

স্থানীয়রা জানায়, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক দিয়ে বেগমগঞ্জের দিকে আসছিল। পথে বাংলাবাজার এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাস  অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হেলাল ও হাসপাতাল নেওয়ার পথে যাত্রী কবির আহমদের মৃত্যু হয়।

পরে আহত ৩ যাত্রীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চৌমুহনী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু জাহের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।