ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা মোটরসাইকলের আরোহী ছিলেন।



রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার সৈয়দবাড়ির রনি (৩৫) ও তার ছেলে ইমরান (৭)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল দাস জানান, মোটরসাইকেলে ছেলেকে নিয়ে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন রনি। পথে সুহিলপুর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।