ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
রামুতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধ নিহত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে মুফিজুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮ জন।



রবিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দক্ষিণ মিঠাছড়ির কাঠির মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালের কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজারগামী মাহিন্দ্রা ও বিপরীতমুখী দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে আরও ৮ জন।

রামু হাইওয়ে ক্রসিং পুলিশের এস আই আওয়াল বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।