ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৩ বিদেশি পিস্তলসহ সাংবাদিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ময়মনসিংহে ৩ বিদেশি পিস্তলসহ সাংবাদিক আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে তিনটি বিদেশি পিস্তলসহ স্থানীয় দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেলকে আটক করেছে পুলিশ। এ সময় ১৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র-সরঞ্জামও জব্দ করা হয়।



শনিবার (১৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে নগরীর ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকার বাসা থেকে দু’জনকে আটক করা হয়।

সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলি ছাড়াও চাইনিজ রাইফেলের তিনটি বাঁট, ৯টি সামুরাই তলোয়ার ও ২টি ব্রিফকেসভর্তি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬/আপডেট ১৭৫৯ ঘণ্টা
বিএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।