ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় সুচিত্রা সেন স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পাবনায় সুচিত্রা সেন স্মরণসভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) পাবনা সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ স্মরণসভার আয়োজন করে।



দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু।

সভায় সুচিত্রা সেনের জীবন ও বাল্যকাল নিয়ে বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাংবাদিক আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত মহানায়িকার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।