ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বরগুনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা

বরগুনা: বরগুনা শহরের তালুকদার ক্লথ স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে তালুকদার ক্লথ স্টোরের মালিক শাহজাদা তালুকদারের ছোট ভাই শাহিন তালুকদার বাদী হয়ে সদর থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন।



বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, শাহিন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজিসহ ১০/১২টি ধারায় মামলা দায়ের করেছেন। মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরো বলেন, মামলার দুই নম্বর আসামি সোহেল ও চার নম্বর আসামি নয়নকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সন্দেহভাজন হিসেবে ইরানি মামুন নামে অপর একজনকে আটক করা হয়েছে।

বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।