ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অালাউদ্দিন সঙ্গীতাঙ্গন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
অালাউদ্দিন সঙ্গীতাঙ্গন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মাদ্রাসা ছাত্রদের হামলা ও অগ্নিসংযোগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার ‘দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গন’ আগের অবস্থায় ফিরিয়ে অানতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত অালী লাকী।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধ্বংসযজ্ঞের শিকার ব্রাহ্মণবাড়িয়ার দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিদর্শনকালে তিন এ কথা বলেন।



তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার এ ঘটনাটি অামাদের জাতীয় সংস্কৃতির উপর বড় ধরণের অাঘাত বলে বিবেচিত হবে। মূল ঘটনার সঙ্গে কোনোভাবেই ওস্তাদ অালাউদ্দিন খাঁ সম্পৃক্ত নন, তবু কেন এ প্রতিষ্ঠানের উপর হামলা হলো? খুব সহজভাবে এ ঘটনা বিবেচনার সুযোগ নেই।

লাকী সাংবাদিকদের বলেন, ওস্তাদ অালাউদ্দিন খাঁর অাজীবন কষ্টের সাধনা অামাদের গর্বের জায়গায় নিয়ে এসেছে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তৃতীয় ধারার মহানায়ক ছিলেন। তার প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনাটি অামাদের তীব্রভাবে উদ্বিগ্ন করে।

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মশিউর রহমান বলেন, এই হামলাটি মুক্তবুদ্ধি চর্চার উপর অাঘাত। সংস্কৃতি হলো সভ্যতার পরিচয়। এর উপর যারা হামলা করেছে, তারা কোনোভাবেই সভ্য বলে দাবি করতে পারে না।

পরিদর্শনের সময় তাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার, দি অালাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক অাব্দুল মান্নান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।