ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তেলের ঘানিতে লুঙ্গি পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
তেলের ঘানিতে লুঙ্গি পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় তেলের ঘানির মেশিনে লুঙ্গি পেঁচিয়ে শংকর (৪৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় হাজীগঞ্জ বাজারের হলুদপট্টির চন্দন অয়েল মিলে এ দুর্ঘটনা ঘটে।



মালিকপক্ষ বিষয়টি গোপন রাখলেও রোববার সকালে ‍তা ‍জানাজানি হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মৃত শংকর কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি চন্দন অয়েল মিলে কাজ করতেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে শংকর একা কাজ করার একপর্যায়ে ঘানির রোলারের সঙ্গে তার পড়নের লুঙ্গি পেঁচিয়ে যায়। কিছুক্ষণ ‍পর শব্দ পেয়ে অপর এক শ্রমিক এসে চিৎকার করলে আশপাশের লোকজন এসে শংকরকে উদ্ধার করে। পরে মিলের মালিক মদন বাবু এসে গুরুতর অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মিলের মালিক মদন বাবুর সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বর্তমানে চন্দন ওয়েল মিল তালাবদ্ধ রয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বাংলানিউজকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।