ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক কর্মকর্তা রাব্বী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ব্যাংক কর্মকর্তা রাব্বী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা গোলাম রাব্বী

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর উপর পুলিশের নির্যাতনের ঘটনার তদন্ত প্রতিবেদন তেজগাঁও উপ-কমিশনার (ডিসি) কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (১৭ জানুয়ারি) পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।



বিপ্লব কুমার আরও বলেন, ‘প্রতিবেদনটি হাতে পেয়েছি। বিকেলের মধ্যেই প্রতিবেদনটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে পাঠানো হবে। ’

এর আগে গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ তিন পুলিশ সদস্য গোলাম রাব্বীকে বেধরক মারধর, হয়রানি ও ক্রসফায়ারের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় শনিবার এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এনএ/এটি

** মোহাম্মদপুর থানার এসআই’র বিরুদ্ধে হয়রানির অভিযোগ
** ঢামেকে চিকিৎসা নিলেন ব্যাংক কর্মকর্তা রাব্বী
** ব্যাংক কর্মকর্তাকে হয়রানির অভিযোগ, সেই এসআই প্রত্যাহার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।