ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
কুষ্টিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
 
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের মজমপুর গেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।


 
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (স্টেট অফিসার, পাকশি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, এ উচ্ছেদ অভিযানের আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। এরপরও তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল ১০টা থেকে বুলডোজার দিয়ে রেল লাইনের পাশের অবৈধ একাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়।

রেলওয়ের জায়গা উদ্ধারে এ অভিযান অব্যাহত  থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।