ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সভা ২৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সভা ২৫ ফেব্রুয়ারি

রাজশাহী: রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পর্ষদের নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কল্যাণ তহবিলের চেয়ারম্যান এসএমএ কাদের শনিবার (১৭ জানুয়ারি) এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



তিনি আর বলেন, নির্বাচনে ভোটার তালিকা প্রনয়ণের লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত মাসিক চাঁদা জমাসহ যাবতীয় পাওনা আগামী ৩১ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পাওনাদি জমা দেওয়ার জন্য সদস্যদের সুবিধার্থে বর্তমানে পরিচালক অর্থ মোলাজ্জেম হোসেন সাচ্চু, মহাসচিব আকবারুল হাসান মিল্লাত, পরিচালক রেজাউল করিম রাজু ও পরিচালক আবদুল জাবীদ অপু এই চারজনের কাছে তহবিলের পাওনা টাকার তালিকা ও রশিদ বই রাখা হয়েছে।

এছাড়া সভায় সংস্থার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান খানকে আহ্বায়ক ও পরিচালক প্রশাসন সরদার আবদুর রহমানকে সদস্য সচিব করে গঠনতন্ত্র উপ-পরিষদ গঠন করা হয়। কোনো সদস্য এই বিষয়ে সংশোধনী চাইলে তার প্রস্তাব ৩১ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।