ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে স্কুল শিক্ষার্থী ঝরে পড়া রোধে রিকশা র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিরোজপুরে স্কুল শিক্ষার্থী ঝরে পড়া রোধে রিকশা র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: “সবার জন্য শিক্ষার নিশ্চয়তা চাই, চাই শিশুদের স্কুলে ভর্তি এবং শিক্ষা সমাপনে সকলের অংশগ্রহণ”- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে গণসাক্ষরতা অভিযান ও পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



এর আগে র‌্যালির উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক।
 
পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র ও পিডিএফের সহ-সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলায়েত হোসেন, পিডিএফ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, জেলা মহিলা পরিষদ সভাপতি মনিকা মণ্ডল, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও সাইদুল্লাহ লিটন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।