ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সিরাজগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ ও কাজিপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা ও কাজীপুরের গান্ধাইল রতনকান্দি থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- পৌর এলাকার মুজিব সড়ক এলাকার গাজী ফজলুর রহমান খানের ছেলে ইমরান খান (২৪), সদর উপজেলার কুষাহাটা এলাকার আবুল কালাম আজাদের ছেলে ইউসুফ আলী (২৩) ও কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাজী মো. রুবেল (২৩)।

রোববার (১৭ জানুয়ারি) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ১ হাজারা পিস ইয়াবা, ৪টি মোবাইল সেটসহ ৩ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।