ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নৌ-বিমান বাহিনী প্রধানের পদবী উন্নীত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
নৌ-বিমান বাহিনী প্রধানের পদবী উন্নীত

ঢাকা: নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানের পদবী উন্নীত করেছে সরকার।

রোববার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকার নৌবাহিনী প্রধানের পদবী ‘ভাইস অ্যাডমিরাল’ থেকে অ্যাডমিরাল এবং বিমান বাহিনী প্রধানের পদবী ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার চিফ মার্শাল’ এ উন্নীত করেছে।



এর আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আনোয়ার হোসেন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবকে অ্যাডমিরাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরারকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পড়িয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।