ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরের ৩ জেলায় যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
উত্তরের ৩ জেলায় যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি

নীলফামারী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি শুক্রবার (২২ জানুয়ারি) নীলফামারী সফরে আসছেন।
 
এদিন সকাল সোয়া ৯টায় নীলফামারী সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) উপস্থিত থেকে সদ্য নির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করবেন তিনি।



নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জেতি প্রু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী নুরুল ইসলাম ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সড়ক পথে প্রথমে তিনি রংপুরে টিটিসি কেন্দ্রে সৌদি আরবগামী গৃহকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি ও গার্মেন্টস ট্রেড উদ্বোধন করবেন।

পরে কুড়িগ্রাম টিটিসি কেন্দ্রে উপস্থিত হয়ে বিলুপ্ত ছিটমহলের বিদেশগামী নারী গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।