ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) স্প্রিং-২০১৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী নগরের আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি এনবিআইইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপিকা রাশেদা খালেক নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মননশীল, শিষ্ঠাচার ও নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে অন্যকে শ্রদ্ধা এবং নৈতিকতার শক্তিতে বলিয়ান হওয়ার উপদেশ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) ও চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী এবং রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ ও ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো.শহীদুল্লাহ প্রমুখ।

ছাত্র কল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল আলীম, এনবিআইইউ-এর পরীক্ষা নিয়ন্ত্রক জোনাব আলী, প্রক্টর ড. মো. আজিবার রহমান, সহকারী প্রক্টর আব্দুল কুদ্দুস, জনসংযোগ দফতরের পরিচালক এমএ কাইউম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।