ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ছাগলনাইয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় আরিফুল ইসলাম রনি (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম তাকে এ দণ্ড দেন।



এর আগে চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশ।

রনি জেলার সোনাগাজী উপজেলার মোবারক ঘোনা গ্রামের আলমগীরের ছেলে। তিনি ছাগলনাইয়ার কলেজ রোডে একটি কম্পিউটার দোকানে কাজ করেন।
 
স্থানীয়রা জানায়, রোববার সকালে চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করায় রনিকে আটক করে স্কুল ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। দুপুরে ওই ছাত্রীর উপস্থিতিতে তাকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী শহীদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন৷

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।