ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘অনিয়মে’ নিমজ্জিত বিদেশে অবস্থিত দূতাবাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
‘অনিয়মে’ নিমজ্জিত বিদেশে অবস্থিত দূতাবাস

ঢাকা: নানাবিধ অনিয়মে নিমজ্জিত বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো। এমনকি মানি রিসিপ্ট ছাড়া শিক্ষা ভাতা পরিশোধ ও অতিরিক্ত বিমান ভাড়া পরিশোধসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

 

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব অভিযোগ আনা হয়।

বৈঠকে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থ বছরে সিএজি’র বার্ষিক অডিটের ১৩টি আপত্তির বিষয়ে আলোচনা হয়। এ সময় ৭ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৮৬৪ টাকার গরমিল দ্রুত নিষ্পত্তির সুপারিশ করে কমিটি।  

বৈঠকে বিভিন্ন খেলাপী রিক্রুটিং এজেন্সির কাছ থেকে পাওনা আদায় প্রক্রিয়া অব্যাহত রাখতে সুপারিশ করা হয়েছে।  

বৈঠক সূত্র জানায়, অতিরিক্ত বিমান ভাড়া পরিশোধ করায় ৮৩ লাখ ৮৫ হাজার ২৬৫ টাকা, ভ্রমণ ভাতার বিল অসমন্বিত ৪০ লাখ ১৭ হাজার ৬০২ টাকা এবং প্রাপ্যতাবিহীন শিক্ষা ভাতা গ্রহণ করায় ৩২ লাখ ৫৮ হাজার ৭৮ টাকা ক্ষতি হয়েছে- অডিটের এ সংক্রান্ত আপত্তির প্রেক্ষিতে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে অনাদায়ী টাকা ও ভাতা আদায় করতে সুপারিশ করেছে কমিটি।

একই সঙ্গে পাওনা পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্টদের পেনশন পেমেন্ট অর্ডার স্থগিত রাখা ও প্রয়োজনে গণ দাবি আইন ১৯১৩ প্রয়োগ করে পাওনা আদায়ের ব্যবস্থা করতে বলেছে কমিটি।

এছাড়া প্রাপ্যতা, বৈদিশিক ভাতাসহ অন্যান্য অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে সদস্য মো. আফসারুল আমীন, রেবেকা মমিন, এ কে এম মাঈদুল ইসলাম এবং মো. রুস্তম আলী ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বৈঠকে ছিলেন সিঅ্যান্ডএজি মাসুদ আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-পক্ষীয় ও কনস্যুলার বিভাগের সচিব মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।