ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে অপহরণকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
লালমনিরহাটে অপহরণকারী আটক

লালমনিরহাট: লালমনিরহাটে বানভাসা মোড়ে মোহনা(৭) নামে এক শিশুকে অপহরণ করার সময় লাইজু(২৭)নামে এক অপহরণকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

রোববার(১৭ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।

লাইজু রংপুর শহরের ধাপ মেডিকেল কলেজ মোড়ের বাসিন্দা।

শিশু মোহনা শহরের বানভাসা মোড় এলাকার মনির হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিস্কুট কেনার জন্য বাড়ি থেকে বের হয় মোহনা। এ সময় লাইজু কৌশলে শিশুটিকে তার মায়ের কাছে নেওয়ার কথা বলে অটোরিকশায় তোলে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার ও লাইজুকে আটকের পর পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশু মোহনার বাবা মনির হোসেন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।