ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবারের পরিবর্তে রোববার বসবে কসবা বর্ডারহাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বৃহস্পতিবারের পরিবর্তে রোববার বসবে কসবা বর্ডারহাট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বৃহস্পতিবারের পরিবর্তে রোববার থেকে বসবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তাঁরাপুর-কমলাসাগর সীমান্তের বর্ডার হাট। চলতি মাসের ২৪ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।



সম্প্রতি সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় দুই দেশের যৌথ উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সীমান্ত হাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভারতের সাপ্তাহিক ছুটির দিন রোববারের সঙ্গে মিলিয়ে হাটবার পরিবর্তন করা হয়েছে।

ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ মালিকানায় গত বছরের (২০১৫) ১১ জুন যাত্রা শুরু করে এ বর্ডার হাট।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।