ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
মিরপুরে গার্মেন্টসের বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনে একটি গার্মেন্টসের ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।



রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্ট’-এ বয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন- স্বপন (২২), বাবার নাম বশির আহম্মেদ ও আরিফ (১৭), বাবার নাম আবুল কায়েস।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বিস্ফোরণে তাদের শরীর ৯০ শতাংশের বেশি পুড়েছে।

গার্মেন্টসের ম্যানেজার ম্যাগানকো পাল বাংলানিউজকে জানান, রাতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই দুই শ্রমিক দগ্ধ হন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প ‍পুলিশ সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।