ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর: অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনীর পিরতলা পুলিশ ক্যাম্প।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ইশ্বরদী উত্তরপাড়া এলাকার বাবুল রায়ের ছেলে তন্ময় রায় (২৫) ও একই উপজেলার একতারপুর পশ্চিমপাড়া এলাকার রিয়াজ উদ্দীন শেখের ছেলে সুজন (২০)।



সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে পিরতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম হাড়াভাঙা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী বামুন্দীর দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাড়াভাঙা মাদ্রাসার মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় এ পথ দিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।