ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রিকশা লেনে সফল ট্রাফিক পুলিশ

বিস্তৃত হচ্ছে রামপুরা ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত

সাব্বির আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বিস্তৃত হচ্ছে রামপুরা ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাস্তার একপাশে দীর্ঘ যানজট। আরেকপাশে লেন ধরে চলছে রিকশা, আর সড়ক বরাবর চলছে যানবাহন।

তাই যানজট নেই রাস্তার এপাশে।
বুধবার (২০ জানুয়ারি) এই চিত্রের দেখা মেলে রাজধানীর নতুনবাজার মোড়ে। এই সড়কে পরীক্ষামূলক রিকশা লেন করে এমন সফলতা পেয়েছে ট্রাফিক পুলিশ।

এদিকে পরীক্ষামূলক রিকশালেনের এই সফলতা অচিরেই বিস্তৃত হবে রামপুরা ব্রিজ থেকে কুড়িল পর্যন্ত। এমনই জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. শাহেন শাহ।

সরেজ‌মিনে গিয়ে দেখা যায়, কু‌ড়িল থে‌কে বাড্ডার দিকে যাওয়ার পথে নতুনবাজার মোড় থেকে বাঁশতলা পর্যন্ত প্রায় অর্ধ‌কিলোমিটার সড়কে আলাদা রিকশা লেন বসিয়ে দেওয়ায় বেশ শৃঙ্খলা ফিরে এসেছে। যেখানে আগে যানজটের কারণে নতুনবাজার থেকে বাঁশতলা যেতে ২০-২৫ মি‌নিট সময় লাগতো, সেখানে এখন মাত্র ২-৩ মিনিটের মধ্যেই যাওয়া সম্ভব হচ্ছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে মো. শাহেন শাহ বাংলানিউজকে জানান, কুড়িল থেকে রামপুরা যাবার পথে নতুনবাজার মোড়ে একসপ্তাহ ধরে রিকশালেন করে সফলতা এসেছে। এরই ধারাবাহিকতায় আজকালের মধ্যে নতুন বাজারের অপরপাশেও রিকশা লেন সম্পন্ন করা হচেছ। রাস্তা থেকে সরিয়ে দেয়া হচ্ছে গাড়ির স্ট্যান্ড।

এর ফলে নতুন বাজারের দীর্ঘদিনের যানজট আর হ-য-ব-র-ল অবস্থা থাকবে না বলে আশা করেন বাড্ডা জোনের এই সহকারী কমিশনার।

তিনি আরও জানান, নতুন বাজার থেকে সুবাস্তু পর্যন্ত রিকশা লেন হয়েছে। এখন একইভাবে বিপরীত লাইনেও রিকশা লেন করা শুরু হয়েছে। যেটির কাজ আজ (বুধবার) শেষ হবে।

বাড্ডা জোনের সহকারী কমিশনার আরও জানান, এরফলে নতুনবাজার মোড়ে যেসব গাড়ি যত্রতত্র ভাবে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাতো সেগুলো এখন আর দাঁড়ানোর সুযোগ পাবে না। আর ট্রাফিক পুলিশ সদস্যরা তো সক্রিয় থাকবেই।

তিনি বলেন, নতুন বাজার মোড়ের পাশে যানবাহনের মতোই রিকশার জন্য আলাদা ক্রসিং করে দেয়া হচ্ছে। একইভাবে রিকশা লেন করে হোসেন মার্কেটের সামনেও ক্রসিং থাকবে। এছাড়া কোকাকোলা মোড় ও মধ্যবাড্ডা লিংকরোডে ক্রসিং করে দেওয়া হবে।

এসবের লক্ষ্য থাকবে এই সড়কে যানজট কমিয়ে নিয়ে আসা। শিগগিরই সড়কে যান চলাচলে একটা শৃঙ্খলাপূর্ণ অবস্থা দেখা যাবে বলেও জানান ট্রাফিক পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।

শাহেন শাহ বলেন, এখন মোটাম‍ুটিভাবে রিকশাচালকদের আর বলতে হচ্ছে না। দেখা যাচ্ছে তারাও লেন ধরে চলছেন। তবে অফিস সময়ে একটু সমস্যা হয়ে যায়। তখন গাড়ির চাপ থাকে।

প্রায় সপ্তাহখানেক আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নতুনবাজার মোড়টি পরীক্ষামূলকভাবে রিকশা লেন করে দেয়। এভাবে যানজট নিয়ন্ত্রণ করা গেলে রামপুরা থেকে কুড়িল পর্যন্ত রাস্তার দু’পাশে পৃথক স্থায়ী রিকশা লেন করার পরিকল্পনা নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএ/আরএইচএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।