ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ভাসুরের হাতে গৃহবধূ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কটিয়াদীতে ভাসুরের হাতে গৃহবধূ খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ভাসুরের ছুরিকাঘাতে ইয়াসমিন (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।



নিহত ইয়াসমিন একই গ্রামের আলমগীর মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়,  আড়াই বছর আগে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর মিয়া ও  ইয়াসমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় বছর দেড়েক পর তাদের মধ্যে ডির্ভোস হয়ে যায়। এর কিছুদিন পর জাহাঙ্গীরের ছোট ভাই আলমগীরের সঙ্গে ইয়াসমিনের দ্বিতীয় বিয়ে হয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝাগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে বুধবার সকালে ইয়াসমিনকে বাড়িতে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন জাহাঙ্গীর।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।