ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অবৈধ’ খন্দকার মাহবুব হোসেন / ফাইল ফটো

ঢাকা: ‘অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থী’- প্রধান বিচারপতির এমন বক্তব্যের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের দেওয়া রায়কে অবৈধ বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে সমিতির আয়োজনে নিজস্ব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।



খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে বর্ষপূর্তি উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন- অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা বারবার এ বিষয়টি বলেছি। এখন প্রধান বিচারপতির বক্তব্যে এটি আরও স্পষ্ট হয়েছে। ’

‘বিচারপতি এবিএম খায়রুল হক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের পরিপন্থী বলে যে রায়টি দিয়েছিলেন তাতে তিনি স্বাক্ষর করেন তার অবসরে যাওয়ার প্রায় ১৬ মাস পর। তাই ওই রায়ের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং অবৈধ’।

‘বর্তমান ক্ষমতাসীন সরকার ওই অবৈধ রায়ের সুযোগে সংবিধানের পঞ্চদশ সংশোধনী দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত করে’ বলেও অভিযোগ তোলেন খন্দকার মাহবুব।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২০,২০১৬
ইএস/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।