ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছিটের জমি মালিকানা অনুযায়ী বণ্টন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ছিটের জমি মালিকানা অনুযায়ী বণ্টন করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম বলেছেন, বিলুপ্ত ছিটমহলের জমি মালিকানা অনুযায়ী বণ্টন করা হবে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন।



তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলের কলমি নকশা ও মালিকানার হালনাগাদ তথ্য, ভূমি রেকর্ড ও জরিপের বিষয়ে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না।

ভূমি রেকর্ড ও জরিপ সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে এ কাজে সহযোগিতা করার জন্য বিলুপ্ত ছিটমহলবাসী, উপজেলা প্রশাসন ও সংবাদ কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা পরিচালক আব্দুল জলিল, রংপুর বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম মোমিন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬ 
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।