ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শহীদ আসাদ স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বরিশালে শহীদ আসাদ স্মরণে সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘আসাদের চেতনা চির বহমান রক্ত থেকে রক্তে’ স্লোগানে বরিশালে পালিত হয়েছে ৬৯’র গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের ৪৭তম শহীদ দিবস।

আসাদ পরিষদ বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা শহরের অশ্বিনী কুমার হল চত্বরে আলোচনা সভা হয়।



এতে সভাপতিত্ব করেন আসাদ পরিষদের জেলা সভাপতি ডা. মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারমান প্রফেসর মু. জিয়াউল হক।

আরো বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. হাই মাহাবুব, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শান্তি দাশ প্রমুখ।

শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক জ্যোতির্ন্ময় চক্রবর্তী রতনের পরিচালনায় অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক উম্মেষ রায়।

এরআগে অশ্বিনী কুমার হল চত্বরে শহীদ আসাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা শাখার সভাপতি ডা. মিজানুর রহমান, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, শিক্ষাবোর্ডের সচিব আ. মোতালেব হাওলাদার,  নারী মুক্তি পরিষদ, বরিশাল ছাত্র ইউনিয়ন. বাংলাদেশ স্কাউস বরিশাল শাখা ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

সভা শেষে শহীদ আসাদ স্মরণে সংগীত পরিবেশন করে গণশিল্পী সংস্থা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।