ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক দোলনসহ আহত ৬

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ ব্যাপারী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা টাইমস২৪ ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনসহ (৪২) ছয়জন আহত হয়েছেন।



বুধবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দোলনকে বহনকারী পাজেরো জিপ গাড়িটি (ঢাকা মেট্ট-গ-১৫-২০২২) রাজধানীর ইস্কাটন থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় তার গ্রামের বাড়ি যাচ্ছিল। বদরপুরে পৌঁছালে পার্শ্ববর্তী আঞ্চলিক সড়ক থেকে একটি মাহেন্দ্র মহাসড়কে উঠে এলে দোলনের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দু’টি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে পাজেরো গাড়ির চারজন ও মাহেন্দ্রের তিন যাত্রীসহ মোট সাতজন আহত হন।
 
এ সময় স্থানীয়রা ও ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মজিদ মারা যান। তার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর গ্রমে।

আহত অন্যরা হলেন, ঢাকা টাইমসের সাংবাদিক হাবিবুল্লাহ ফাহাদ (৩০), মুক্তিযোদ্ধা গোলাম শফি (৬৫) ও ঢাকা টাইমসের আলোকচিত্রী এসএম রিয়াজ (২৯)। মাহেন্দ্রের দুই আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর শিশু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে সাংবাদিক দোলন ও তার সহকর্মীরা ঢাকায় রওনা হয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস জানান, এ দুর্ঘটনায় ঢাকা টাইমসের সম্পাদক দোলনের বাম পায়ে গোড়ালির নিচে চিড় ধরেছে। তবে আহত সকলেই আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।