ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে লঞ্চ খালাসির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে লঞ্চ খালাসির যাবজ্জীবন ছবি : প্রতীকী

বরিশাল: বরিশালে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে লঞ্চের খালাসি মো. নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ জানুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ আবু তাহের এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম ভোলা জেলার রামদাসপুরের আব্দুর রহমান খোন্দকারের ছেলে ও লঞ্চের খালাসি ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৮ মে একতলা এম এল মনির লঞ্চ বরিশাল লঞ্চঘাটে অবস্থানকালে খালাসি মো. নুরুল ইসলাম ১০ বছরের এক শিশুকে ইঞ্জিন রুমে নিয়ে ধর্ষণ করে।

পরে নৌ-ফাঁড়ি পুলিশ ওই মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে লোকমুখে বিষয়টি থানা পুলিশ জানতে পানে।   

এ ঘটনায় ওই দিনই নৌ-ফাঁড়ির উপ পরিদর্শক (এএসআই) গিয়াস উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার একই সালের ৩১ মে চার্জশিট দাখিল করেন।

আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নোয়‍াখালী জেলার সোনাগাজী উপজেলায় ওই শিশুটির বাড়ি। সৎ মা তাকে ঘর থেকে বের করে দিলে লঞ্চে করে সে বরিশাল চলে আসে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।