ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ওপারে বাঘের হামলা, এপারে আতঙ্ক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ওপারে বাঘের হামলা, এপারে আতঙ্ক! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা। শীতের সকালে তখনও ঘুম ভাঙেনি লালমনিরহাটের হাতীবান্ধার সিংগিমারী সীমান্তবাসীদের।

কিন্তু হঠাৎ করেই অদূরে গুলির শব্দে বিছানা থেকে উঠে পড়ে সবাই।
 
কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সীমান্তের ওপারে বাঘের হামলার শিকার হয়েছে কয়েকজন ভারতীয়। কাঁটাতার পেরিয়ে সেই বাঘ বাংলাদেশে ঢুকে পড়তে পারে -এমন আতঙ্ক নিয়েই দিনভর কেটেছে সীমান্তবাসীদের।
 
এ ব্যাপারে ওই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বরত সদস্যরা গ্রামবাসীদের সজাগ করে দিয়েছেন বলে জানা গেছে।
 
স্থানীয় বাসিন্দারা জানায়, হাতীবান্ধা উপজেলার সিংগিমারী সীমান্তের ৮৯৫ নং আর্ন্তজাতিক সীমানা পিলার সংলগ্ন কাঁটাতারের ওপারে বাঘের আক্রমণে কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এ সময় বাঘের আক্রমণ ঠেকাতে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ফাঁকা গুলি ছুড়েছে।
 
দুপুরে ওই সীমান্তে গিয়ে দেখা যায়, কাঁটাতারের এপারে ভিড় করছেন বাংলাদেশিরা। আর ওপারে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাছতলা বিএসএফ ক্যাম্পের পাশে হাজারো ভারতীয় নাগরিক ভিড় করছে।

সিংগিমারী এলাকার মাইদুল, মতিয়ার, আজিজারসহ সীমান্তে বসবাসকারীরা বাংলানিউজকে জানান, সকালে হঠাৎ করেই গুলির শব্দে ঘুম ভেঙে যায়। পরে সীমান্তের ওপারে বিএসএফ ক্যাম্পের পাশে সেদেশের কয়েক হাজার মানুষ ভিড় করতে দেখা যায়। সেখান থেকে খবর আসে, বাঘের হামলায় ভারতের তিন ব্যক্তি আহত হয়েছেন। এ সংবাদে বাংলাদেশি নাগরিকদের মধ্যে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
এদিকে, বিকেলে ভারতীয় বন বিভাগের লোকজন বাঘটিকে আটক করেছে বলে জানা গেছে। এ খবরে আতঙ্ক কাটতে শুরু করেছে সিংগিমারী গ্রামের বাসিন্দাদের।
 
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে বলেন, আমরা খোঁজ নিয়েছি, ভারতীয় কর্তৃপক্ষ তাদের সীমানার ভেতরে থাকা বাঘ দু’টিকে আটক করেছে। তাই সীমান্তবর্তী বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।  
 
তাছাড়া, কাঁটাতারের বেড়া পার হয়ে বাঘ বাংলাদেশে আসার সুযোগও নেই বলে মন্তব্য করেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।