ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জ্যাকবের স্মরণে সংসদে শোক প্রস্তাব

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
জ্যাকবের স্মরণে সংসদে শোক প্রস্তাব

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে শোকপ্রস্তাবের মাধ্যমে স্ময়রণ করা হয়েছে মুক্তিযুদ্ধকালে মিত্রবাহিনীর ইস্টার্ন আর্মির প্রধান, বাঙালির অকৃত্রিম বন্ধু লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকবকে।
 
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে নতুন বছরের শুরুতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে শোক প্রস্তাবের মাধ্যমে তাকে স্মরণ করা হয়।



দিল্লির একটি হাসপাতালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় জ্যাকবের মৃত্যু হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর, পাকিস্তানের ৯৩ হাজার সেনাসদস্যের আত্মসমর্পণের ঘটনা নিয়ে ‘সারেন্ডার অ্যাট ঢাকা’ নামে বইটি লিখে জে এফ আর জ্যাকব খ্যাতি অর্জন করেন।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবে বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ইতোমধ্যে আমরা কয়েকজন সাবেকমন্ত্রী, সাবেকসংসদ সদস্য, একজন সাবেক উপদেষ্টা এবং সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা ও কর্মচারীকে হারিয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর ইস্টার্ন আর্মির প্রধান, বাঙালির অকৃত্রিম বন্ধু এবং সাবেক পাঞ্জাব গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জেএফআর জ্যাকবকেও আমরা হারিয়েছি।
 
এছাড়াও শোক প্রস্তাবে দেশের প্রতি অসামান্য অবদানের জন্য স্মরণ করা হয় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট কলামিস্ট এবং জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদেও সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিনী আসমা কিবরিয়াকে।
 
সাথে আরও স্মরণ করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক, ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেকসচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী ড. সৈয়দ ইউসুফ হাসান, ভাষা সৈনিক  ও গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষা সৈনিক কল্যাণ চৌধুরী, একাত্তরের শব্দ সৈনিক রাশিদুল হোসেন, বিশিষ্ট সাংবাদিক খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লিয়াকত আলী, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামকে।
 
জাতীয় সংসদের পক্ষে শোক প্রস্তাবে স্মরণ করা ফ্রান্সে সন্ত্রসী হামলায় নিহতদের। পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদেরও স্মরণে করা হয়। শোকপ্রস্তাবে সব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।