ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সৃদৃঢ় হচ্ছে

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সৃদৃঢ় হচ্ছে

জাতীয় সংসদ ভবন থেকে: সম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের অভাবনীয় সাফল্যের কথা মনি করিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান ক্রমান্বয়ে সুদৃঢ় হচ্ছে।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে নতুন বছরের শুরুতে নবম অধিবেশনে ভাষণের সময় এ কথা বলেন তিনি।


 
রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলগুলিকে পরাজিত করেছে। ক্রিকেটের পরাশক্তি দলগুলোকে পরাজিত করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
 
তিনি বলেন, সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ৩-০ ব্যবধানে পরাজিত করে। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ দীর্ঘদিন পর পুনরায় বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত এশিয়ান ফেডারেশন কাপ আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।