ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
উজিরপুরে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি : প্রতীকী

বরিশাল: নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুত, বিতরণের দায়ে বরিশালে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



উজিরপুর বাজার এলাকায় অভিযানকালে মেসার্স মান্নান স্টোরের মালিক আবদুল মান্নান হাওলদার, মেসার্স অজিত স্টোরের মালিক কমল কুণ্ড, মেসার্স ইভা স্টোরের মালিক শ্যামল রায়, মেসার্স গৌরাঙ্গ ভান্ডারের মালিক প্রেমানন্দ সাহা, মেসার্স খোকন স্টোরের মালিক জয়নাল ও মেসার্স শাহিন স্টোরের মালিক শাহিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স ভাই ভাই মিস্টান্ন ভান্ডারের মালিক অলোক কুমার দাস, মেসার্স সিকদার স্টোরের মালিক রহিম সিকদার ও মেসার্স নয়ন স্টোরের মালিক নয়ন বণিককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া আনুমানিক ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ রফিকুল ইসলাম নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাসের উপস্থিতিতে সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মীর কাশেম মজুমদার, পরিদর্শক তোতা মিয়া, বেগম আনজুমান নেছা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এএটি/‍এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।