ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হাতবোমা বিস্ফোরণে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
যশোরে হাতবোমা বিস্ফোরণে যুবক আহত

যশোর: যশোরে নিজের কাছে থাকা হাতবোমার বিস্ফোরণে শাকিল ইসলাম ওরফে বাবু (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে তিনি ডান চোখ ও ডান হাতে আঘাত পেয়েছেন।

আহত বাবু ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ গণি মিয়া বাংলানিউজকে জানান, বোমাটি বিস্ফোরণের পর পুলিশ ও স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠাতে বলা হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।