ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী এনজিও কর্মী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাবিয়া আক্তার (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী শাহজাহান (৩০)।



বুধবার (২০ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবিয়ার গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার বাগপাড়ার (দত্তদেরগাঁও) কাচারীবাজার এলাকায়। স্বামীর নাম মো. শরিফ।

পুলিশ জানায়, এনজিও কর্মী রাবিয়া আক্তারকে নিয়ে তার সহকর্মী শাহজাহান মোটরসাইকেলে (ঢাকা মেট্টো-হ-২০-২৩৪৭) করে কাঁচপুরের দিকে যাচ্ছিলেন। সানারপাড় এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এনজিও কর্মী রাবিয়ার মৃত্যু হয়।

আহত শাহজাহানকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।