ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

একটি কম্বলে স্বপ্ন পূরণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
একটি কম্বলে স্বপ্ন পূরণ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): বেনাপোল রেলস্টেশনের পাশে একটি মার্কেটের ছাউনির নিচে গভীর রাতে ছেঁড়া কাপড় শরীরে জড়িয়ে মাথা গুঁজে বসে ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কাছে গিয়ে ডাক দিলেও কোনো সাড়া মিললো না।

এসময় গায়ে কম্বল জড়িয়ে দেওয়ার পর মুখে হাসি দেখে বোঝা গেল, তার অনুভুতি। মনে হলো, তীব্র শীতের রাতে একটি কম্বল যেন স্বপ্নকে হার মানালো!

বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস ছালাম বেনাপোলের রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে শুয়ে রাত কাটানো অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারী-পুরুষের মাঝে সরকারি কম্বল বিতরণের সময় এ দৃশ্য চোখে পড়ে।

কনকনে শীতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের পাশে খোলা আকাশের নিচে খালি গায়ে রাত পার করছিলেন আর এক যুবক। এসময় তার গায়ে কম্বল জড়িয়ে দিলে তার আনন্দ দেখে মনে হয় এত খুশি তিনি আগে কখনো হননি।

সারাদেশ জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার মধ্যে সুর্যের মুখ দেখা যায়নি। এতে অসহায় গরীব মানুষ পড়েছে নানা দূর্ভোগে। তীব্র শীতে তাদের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।