ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শুক্রবার

নীলফামারী: শুক্রবার(২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি)। নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়া খানসামা সড়কের পাশে স্থাপিত হয়েছে কেন্দ্রটি।



গত বছরের ৫ অক্টোবর থেকে পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ শুরু হলেও কাল আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ ও কেন্দ্রটির উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নীলফামারী-০২(সদর) আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।

গণপূর্ত বিভাগ নীলফামারীর উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ২ একর জমির ওপর প্রায় পৌনে ২২ কোটি টাকা ব্যয়ে টিটিসি নির্মাণ করা হয়। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ওকে এবং কেএ নির্মাণ কাজ বাস্তবায়ন করে। গেল বছরের ৪ নভেম্বর কর্তৃপক্ষের কাছে নির্মাণ কাজ শেষে ভবন হস্তান্তর করা হয় বলে জানান এসডি তৌহিদুজ্জামান।

একাডেমিক ভবন, ডরমেটরি ও অধ্যক্ষ কোয়ার্টার রয়েছে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে।

টিটিসি সূত্র জানায়, কেন্দ্রে বর্তমানে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আর্কিটেকচার, মেশিন টুলস অপারেশন, ইংরেজি ভাষা শিক্ষাসহ পাঁচটি কোর্স চালু রয়েছে। ছয় মাস মেয়াদি কোর্সে ২জন প্রশিক্ষণার্থী রয়েছে পাঁচটি কোর্সে।

ইংরেজি ভাষা শিক্ষা কোর্স ২ মাস এবং অন্যগুলো ছয় মাস মেয়াদি বলে জানায় কর্তৃপক্ষ। এছাড়াও গার্মেন্টস ট্রেডেও খুব শিগগিরই চালু হবে টিটিসিতে।

টিটিসি অধ্যক্ষ রাশেদুল ইসলাম জানান, প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি হিসেবে রুপান্তরিত হয়ে দেশ বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে প্রশিক্ষণার্থীরা। মূলত মানব সম্পন্ন উন্নয়নে টিটিসি নীলফামারী জেলায় বিশেষ ভূমিকা রাখবে বলে জানান অধ্যক্ষ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।