ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জাটকা সংরক্ষণে রায়পুর-কমলনগরে কোস্টগার্ডের ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
জাটকা সংরক্ষণে রায়পুর-কমলনগরে কোস্টগার্ডের ক্যাম্প

লক্ষ্মীপুর: জাটকা রক্ষা ও কারেন্টজালসহ সব অবৈধ জালের ব্যবহার রোধে লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগর উপজেলার মেঘনা পাড়ে কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্প স্থাপনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



মৎস্য কর্মকর্তারা জানান, লে. সজিবের নেতৃত্বে কোস্টগার্ডের ১০ সদস্যের একটি দল রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়নের রমিচ উদ্দিন উচ্চ বিদ্যালয় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোকলেছুর রহমানে নেতৃত্বে ১০ সদস্যের অপর আরেকটি দল কমলনগর উপজেলার কাদির পন্ডিতেরহাটে ক্যাম্প স্থাপন করেছে।

কমলনগর ক্যাম্পের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোকলেছুর রহমান বাংলানিউজকে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। কোস্টগার্ড জাটকা সংরক্ষণে মেঘনা নদীতে নিয়মিত টহল দিবে ও অবৈধ জালের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করবে। এতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

রায়পুরের চর আবাবিলের স্থানীয় বাসিন্দারা ও কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন বাংলানিউজকে বলেন, শুধু নির্দিষ্ট সময়ের জন্য নয়, স্থায়ীভাবে কোস্টগার্ড ক্যাম্প করলে ইলিশ সম্পদ রক্ষাসহ জেলেরা নদীতে দুস্যদের হাত থেকে রক্ষা পেতো।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ মৌসুম। এ সময় ১০ ইঞ্চির নিচে ইলিশ শিকার নিষিদ্ধ। এছাড়ও অবৈধ জাল দিয়ে মাছ শিকার করলে জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বাংলানিউজকে জানান, জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ও লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে কোস্টগার্ডের স্থায়ী ক্যাম্প আছে। রায়পুর ও কমলনগরে মঙ্গলবার (১৯ জানুয়ারি) অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর আগে প্রজনন মৌসুমেও মা ইলিশ রক্ষায় অস্থায়ী কোস্টগার্ডের ক্যাম্প করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।